“আওয়ামীলীগ আছে মানুষের সাথে, মানুষের পাশে গৌরবের সাথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন সকালে উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের নেতৃত্বে সাধারণ সম্পাদক ও ৫নং মহদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম মন্ডলের সার্বিক সহযোগিতায় পলাশবাড়ী মহিলা কলেজ হতে ম্মরণকালের সর্বোচ্চ নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মহিলা ডিগ্রী কলেজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু” বকর প্রধান, সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা,আলী রেজা মোস্তফা গোলাপ,বর্তমান কমিটির সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা,সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, রংপুর জেলা শ্রমিকলীগের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ শাহীন আলাল, গাইবান্ধা জেলা আ’লীগ সদস্য ড,মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।
এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com