
পদ্মা সেতুর উদ্বোধনে আগতদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করবে ফরিদপুরের ৩৬ সদস্যের মেডিকেল টিম।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এম এ জলিলের নেতৃত্বে চিকিৎসা সেবা টিমের সদস্যরা শুক্রবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে যাত্রা করেন।
ডা. এম এ জলিল জানান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএ, ফরিদপুরের আয়োজনে ১২জন চিকিৎসকসহ সেবা টিমের সদস্যরা পদ্মাসেতুর উদ্বোধনে অংশ নেয়াদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করবেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
