‘পদ্মা সেতু’র উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় যুব লীগের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল।
ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- আশুলিয়া থানা যুব লীগ নেতা দেওয়ান রাজু আহম্মেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝর্ণা আক্তার ও পৌর শ্রমিক লীগের আহবায়ক কবির হোসেন প্রমুখ।
আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল বলেন, স্বপ্নের ‘পদ্মা সেতু’র উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে সহস্রাধিক মানুষের মাঝে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ৬০ জন নারীকে সেলাই মেশিন প্রদানসহ আরো সহস্রাধিক দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com