
দাগনভূঞায় মিফতাহুল জান্নাত অপ্রা (৫) নামে প্রাক প্রাথমিক শ্রেণীর এক শিশুকে পাষবিক নির্যাতনের পর ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২৫ জুন) উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামে এ পাশবিক ঘটনাটি ঘটে।
নিহত ওই শিশু স্থানীয় বক্সআলী ভূঞা বাড়ির ওসমান গনির মেয়ে ও নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।
শিশুটির ফুপু তোহরা আক্তার বিউটি জানান, আমাদের বাড়ীর পাশেই বিদ্যালয়।সকালে বিদ্যালযে গিয়ে ক্লাসের ফাঁকে পানি খাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এর পরে অনেক খোজাখুজির পর দুপুরের দিকে বিদ্যায়ল সংলগ্ন কবরস্থানের ঝোপের ভেতর
কে বা কাহারা শিশুটি ধর্ষণের পর হত্যা করে বড় একটি গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখে।
উল্লেখ্য হত্যার ঘটনায় দুই যুবক আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
দাগনভূঞা থানাার ওসি হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তদন্ত শেষ না পর্যন্ত এব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
