ঢাকাশনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

দৌলতখান মৎস্যজীবী দলের নতুন কমিটি : সভাপতি সামছুদ্দিন, সম্পাদক আলী বেপারী

ভোলা জেলা প্রতিনিধি
জুন ২৫, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ভোলার দৌলতখান উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুন) ভোলা শহরের জেলা মহাজনপট্টিস্থ জেলা মৎস্যজীবী দলের কার্যালয়ে দৌলতখান উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের হাতে এ কমিটি হস্তান্তর করা হয়।

নতুন কমিটিতে সভাপতি সামছুদ্দিন কোম্পানি, সিনিয়র সহ-সভাপতি শফিউল্লাহ শফু, সাধারণ সম্পাদক আলী বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক-১ নাজিম উদ্দীন নাদিম, মো. ফরিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক-২ করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. ইউছুফ হোসেন লিটন ও সদস্য সচিব মো. সাব্বির আলম চৌধুরী।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার,মিজাম উদ্দিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ জসিম, সহ-সাংগঠনিক মাহাবুব মোরশেদ কুট্টি, দৌলতখান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল সহ জেলা ও দৌলখান উপজেলার মৎস্যজীবী দলের নেত্রীবৃন্দ।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে নেত্রী বৃন্দ নতুন কমিটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে অংশগ্রহণ করতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দৌলতখান বোরহানউদ্দিনের মাটি মানুষের নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com