ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতী দিবস উপলক্ষে ভোলায় মানববন্ধন ও সমাবেশ

জাগো বুলেটিন
জুন ২৬, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ভোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন সকাল সাড়ে ১০টায় মায়ের ডাক এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ‘ভোলা এর আয়োজনে ভোলা শহরের সদর রোড কে-জাহান মার্কেট এর সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধকারীরা এসময় নির্যাতন বিরোধী বিভিন্ন ধরনের প্লেকার্ড বহন করে। বৃস্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন,১৯৮৪ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদ নির্যাতন এবং শাস্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ নীতিগত অবস্থান গ্রহন করেন। ১৯৮৭ সালের ২৬ জুন কার্যকরী হয় এবং একই সংগে সাধারন পরিষদে গৃহীত হয়। ১৯৮৮ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যারা নিষ্ঠুর নির্যাতনের স্বিকার হয়েছেন তাদের প্রতি সংহতী জানানোর জন্যই আজকের এই দিন।

উপস্থিত বক্তারা আরো বলেন,দেশে গুম,খুন,নারী নির্যাতন হচ্ছে। মানববাধিকার লংঘন হচ্ছে,অথচ কোন প্রতিবাদ করার সাহস পর্যন্ত কারো নেই। এ অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। নির্যাতন বন্ধ করতে হবে। পুলিশী হেফাজতে নির্যাতন বন্ধ করতে হবে বলে বক্তারা বলেন। সংগঠনের স্থানীয় সমন্বয়কারী মো: আফজাল হোসেন,সুশাসনের জন্য নাগরিক সুজন এর জেলা সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী,সিনিয়র সাংবাদিক ও মানববাধিকার কর্মী মো: মনির হোসেন,মো: আবুল খায়ের বক্তব্য রাখেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com