
সাভারের আশুলিয়ায় ছাত্রের হামলায় গুরুতর আহত শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৭ জুন) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন।
পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত শিক্ষক উৎপল কুমার সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত কুমার সরকারের পুত্র। প্রায় ১০ বছর ধরে তিনি আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং প্রতিষ্ঠানটির শৃংখলা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
অভিযুক্ত ছাত্রের নাম আশরাফুল ইসলাম জিতু (১৬)। সে আশুলিয়ার চিত্রশাইল এলাকার উজ্জ্বল হাজ্বীর পুত্র এবং একই শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল শাখার দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র।
এর আগে ঘটনার দিন শনিবার (২৫ জুন) দুপুরে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজ মাঠে স্কুল শাখার মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। হঠাৎ করে শিক্ষক উৎপলের ওপর হামলা চালিয়ে ওই ছাত্র ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে। এতে মাথায় জখমসহ মুমূর্ষু অবস্থায় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে ওই শিক্ষককে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে আজ সকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার বাদী নিহতের ভাই অসীম কুমার সরকার বলেন, আমরা জানতে পেরেছি মেয়েদের ইভটিজিংসহ ওই ছাত্রের আচরণে উশৃঙ্খলতার কারনে বিভিন্ন সময় শাসন করতো আমার ভাই শিক্ষক উৎপল। এ কারনেই সে আমার ভাইকে প্রকাশ্যে খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষক উৎপল হত্যার বিচার চাই।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) এমদাদুল হক বলেন, নিহত শিক্ষক ওই প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিল। বিভিন্ন সময় প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের শাসন করতেন। হয়তো কোনো কারণে শিক্ষকের ওপর ওই ছাত্রের ক্ষোভ থেকে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জিতুসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই অসীম কুমার সরকার।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
