খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ছদুরখীল এলাকার মফিজ মিয়ার ছেলে নোয়াব মিয়া (৩৫), দুই সন্তানের জনক। গতকাল সন্ধায় অতিরিক্ত মদ ও বিষ পানে আত্মহত্যা করার চেষ্টা করেন পরে পরিবারের লোকজন তাকে রাত ১ টায় মানিকছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা চেষ্টা কালে নোয়াব মিয়া মারা যান।
মুত্যু ব্যক্তির পিতা মফিজ জানান অতিরিক্ত মদপানে মুত্যু হয়েছে। স্থানীয় সাবেক নুরু হোসেন মেম্বার জানান বিষপানে মৃত্যু হয়েছে। এইনিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন।
কর্তব্যরত ডাক্তার মহিউদ্দিন অতিরিক্ত জানান বিষ ও মদ খাওয়া অবস্থায় নোয়াব মিয়াকে তার ভাই ও পিতা স্থানীয় লোকজন হাসপাতালে আনেন। ওয়াস করার পর বেডে নিয়ে চিকিৎসা চলছিল শেষ রাতের দিকে সে মারা যান।
মানিকছড়ি থানা এসআই এন্তাজ, হাসপাতালে মৃত্যুব্যক্তি প্রাথমিক হালশুরুত ও মৃত্যুর কারন খোজ খবর নিচ্ছেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com