ঢাকাশনিবার , ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ডিমলায় প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনি সভা অনুষ্ঠিত

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
জুন ২৭, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডিমলায় পল্লীশ্রী রি-কল-২০২১ প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার, সুশীল সমাজ, সাংবাদিক এবং সিবিও-এর প্রতিনিধিবৃন্দের অংশ গ্রহণে পল্লীশ্রী’র এই অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা হয়।

সোমবার (২৭-জুন) বিকালে উপজেলা পরিষদ হলরুমে বে-সরকারী উন্নয়ন সংস্থা “পল্লীশ্রী” অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পটি সভার আয়োজন করে।

পল্লীশ্রী রি-কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও ফিল্ড ফ্যাসিলিটেটর দবিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পল্লীশ্রী উপজেলার পিছিয়ে থাকা ইউনিয়নের মধ্যে পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ী, খালিশা চাপানী, টেপাখড়িবাড়ী ও পূর্বছাতনাই ইউনিয়নের নারীদের ভাগ্যোন্নয়নে উল্লেখযোগ্য বেশ কিছু ভালো কাজ করেছে। সেই সাথে উপজেলা প্রশাসনের বেশ কিছু দপ্তরে নারীরা সরাসরি যোগাযোগের সুযোগ-সুবিধা পেয়েছিল তা অব্যাহিত থাকবে। তিনি আরও বলেন, সংস্থাটি বিভিন্ন জনসংগঠন তৈরী করে বিবাহিত কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, শিক্ষা, জীবিকায়ন, পুষ্টি এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস বিষয়ক সচেতনতা বৃদ্ধিকরণ কর্মকান্ড প্রসারিত করায় পল্লীশ্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর প্রমুখ।

এছাড়াও প্রকল্পের অর্জন সমুহ ও অভিজ্ঞতা বিষয় তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে বক্তব্য দেন, উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের শাপলা জনসংগঠণের সভা-প্রধান ফরিদা বেগম, খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া ডাকদিয়ে যায় জনসংগঠণের সভা-প্রধান আরিফা বেগম৷
এসময় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মোস্তফা, শারমিন আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভা শেষে ডিমলা কুষ্ঠ ও প্রতিবন্ধী সংগঠনের মাঝে ল্যাপটব, সোনালী নার্সারীকে ৬০ টাকার চেক ও যুবকদের কর্মসংস্থানের জন্য একটি ডেক্সটপ কম্পিউটার এককালীন প্রদান করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com