গাইবান্ধার পলাশবাড়ীতে জেব্রা ক্রসিং ব্যবহারে পথচারিদের সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পলাশবাড়ী বাইকার্স ক্লাব। উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক ও জনপথ(সওজ) বিভাগ পলাশবাড়ী কার্যালয়ের সহযোগিতায় পলাশবাড়ী বাইকার ক্লাবের উদ্যোগে বিশ্ব রোডে বেশ কয়েকটি জনগুরুপূর্ণ পয়েন্টে জেব্রা ক্রসিং অংকন করা হয়েছে।
পলাশবাড়ী পৌরশহরের উত্তর বাসস্ট্যান্ড(রংপুর স্ট্যান্ড),জনতা ব্যংক মোড় এবং দক্ষিণ বাসস্ট্যান্ড ছায়রুন নেছা পলি ক্লিনিক (সায়েদ ক্লিনিক) মোড়ে জেব্রা ক্রসিংগুলো অংকন করা হয়।
২নং ওয়ার্ডের পৌর ওয়ার্ড কাউন্সিলর মো.মঞ্জুরুল ইসলাম তালুকদার মঞ্জু তালুকদার,৫নং ওয়ার্ড কাউন্সিলর মো.মতিয়ার রহমান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদসহ এলাকার সচেতন মহল এসময় উপস্থিত ছিলেন। উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ বাইকার্স ক্লাবের মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসাসহ আন্তরিক সাধুবাদ জানান।
কাউন্সিলর মঞ্জু তালুকদার মঞ্জু বলেন, নাগরিক সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। এমন উদ্যোগে পথচারীরা সচেতন হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেইসাথে তিনি পথচারিদের জেব্রা ক্রসিং ব্যবহারের মাধ্যমে রাস্তা পারাপারের বিশেষ অনুরোধ জানান।
কাউন্সিলর প্রার্থী ও সমাজসেবক সাংবাদিক মো. হাসিবুর রহমান স্বপন বাইকার ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন,সত্যিই এটি একটি অসাধারণ উদ্যোগ। সার্বজনীন জনস্বার্থে ভালো কাজে অংশ নেয়া সকলকে উৎসাহিত করেন তিনি।
কাউন্সিলর মো.আসাদুজ্জামান শেখ ফরিদ বলেন, পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহারের সুফল জনগনই ভোগ করবেন। সড়ক দূর্ঘটনা রোধ অনেকাংশে কমানো সম্ভব হবে। সবসময় জনকল্যাণমুখী কাজের সাথে সম্পৃক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পলাশবাড়ী বাইকার ক্লাবের এডমিন নুর আলম শেখ বলেন, এমন উদ্যোগকে আন্তরিক সহযোগিতায় নিবেদিত আবু মুছা প্রধান সুমনের আন্তরিক প্রচেষ্টাসহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহযোগিতায় উদ্যোগ সফল হয়েছে। তিনি সাবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,ক্লাবের বড় ভাইসহ অন্যান্য সদস্যের অক্লান্ত পরিশ্রমে কাজটি সম্পন্ন করা হয়। নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে আমাদের অবস্থান থেকে স্বতঃস্ফূর্ত এগিয়ে এসেছি। একইসাথে যার-যার অবস্থান থেকে অন্যদের এগিয়ে আসার আহবান জানানো হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।
ক্লাব মডারেটর শাকিল তালুকদার বলেন, আমাদের বাইকার্স ক্লাবের মূল উদ্দেশ্যই হচ্ছে, মানুষকে সচেতন করে তোলা। যাতে সড়ক-মহাসড়কে যেন কোন সড়ক দুর্ঘটনা না ঘটে। সকলেই যেনো যথাযথ ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করে। পথচারী পারাপার সুবিধার্থে আরো তিনটি জেব্রা ক্রসিং অংকন প্রয়োজন।অংকনকৃত জেব্রা ক্রসিং ব্যবহারের জন্য
সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
মনে রাখতে হবে, একটি সড়ক দূর্ঘটনা ভূক্তভোগী পরিবারের সারাজীবনের কান্না।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com