
দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাভার পৌরসভা এলাকায় ১৮ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
