
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফিউচার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফিউচার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, নগরকান্দা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ, সমাজ সংস্কারক মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু বকর মিয়া’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাইদুর রহমান বাবলুর সভাপতিত্বে ও সাংবাদিক শওকত আলী শরীফ এর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফিরোজ লস্কার, নগরকান্দা মহাবিদ্যালয় এর প্রভাষক কাজী আত্তাপ হোসেন, লস্কারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এফ,এম,সিদ্দিকুল আলম বাবলু,কোদালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু,নগরকান্দা আকরামুননেছা বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহাবুব মিয়া,নগরকান্দা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার জাকারিয়া, নগরকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি জাহাঙ্গীর ইকবাল,মুক্তিযোদ্বা হাবিবুর রহমান হবি,আইনপুর আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান, নিহতের বড় ছেলে ডাঃ মইনুল ইসলাম, ছাত্রলীগ নেতা আলামিন,নগরকান্দা উপজেলার আইফার প্রতিষ্ঠাতা নুর আলামিন,সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের লোকজন।
স্মরণ সভায় মরহুম সাবেক অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা আবু বকর মিয়ার স্মৃতি আলোকপাত করেন ও তার রুহের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
