মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর মেয়র এসএম হানিফ নতুন কোনো কর আরোপ ছাড়াই ৬৫কোটি ১১লাখ ৫হাজার ১১৯ টাকার বাজেট ঘোষণা করেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে পৌর ভবন কার্যালয়ে পৌর এলাকার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র এসএম হানিফ।
বাজেটে সর্বমোট ৬৫কোটি ১১লক্ষ ৫হাজার ১১৯ টাকার বাজেটে ব্যায় ধরা হয়েছে ৬৫কোটি ৮লাখ ২০হাজার ৯৬৫টাকা। বাজেটে ডেঙ্গু মশা নিধন, পৌর এলাকার রাস্তাঘাট নির্মান ও সংস্কারে, পানি নিস্কাষন, লাইটিং এর জন্য বিশেষ বরাদ্দ ধরা হয়েছে।
পৌর মেয়র এসএম হানিফ বলেন, বাংলাদেশ আলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংদস ড. আবদুস সোবহান গোলাপ এমপির দিক নির্দেশনায় অধুনিক কালকিনি পৌরসভা গড়া হচ্ছে। বরাদ্দ পেতে সকল রকম সাহায্য তিনি করেছেন এবং আগামীতে অব্যাহত থাকবে বলে সবাইকে নিশ্চিত করেন। এবার বাজেট পৌর এলাকার মানুষের উন্নয়নের বাজট।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা অ ন ম গিয়াস উদ্দিন, সচিব বাবুল চন্দ্র দাস, সহকারী পৌর প্রকৌশলী ম. রাকিব হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা রণজিৎ কুমার সরকার, উপ সহকারী প্রকৌশলী হোসাইন শেখ, প্যানেল মেয়র নাসির উদ্দিন সিকদার, আসাদুজ্জামান লাবু, সংরক্ষিত কাউন্সিলর তারজিন খাতুনসহ অন্যান্যরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com