৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল।
আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন খানসামা উপজেলার ফরিদাবাড় সরকারপাড়া এলাকার অপু রায়(২২) ও ঠাঁকুরগাও জেলা সদরের হরিনারায়নপুর এলাকার কৃষ্ণ দত্ত(২৫)।
র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, এ ঘটনায় খানসামা থানায় একটি মামলা করে গ্রেফতার দুই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com