নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়ন এর কলেজ রোডে অবস্থিত এই মাদ্রাসা।
মাদ্রাসাটি গত ৪ বছর ধরে সুনামের সাথে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছে।
মাদ্রাসাটিতে ৩১২ জন শিক্ষার্থীর মধ্যে ১২০ জনই এতিমখানায় থেকে পড়াশুনা করে।
মাদ্রাসাটি ৩ কাঠা জায়গা জুরে অবস্থান করলেও বর্তমানে চলমান বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে।
বোডিংয়ে থাকা ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৭৯ জন এতিম শিক্ষার্থীর বেডিং সহ পানিতে ভেসে গিয়েছে বোডিংয়ে থাকা খাবার দাবার।
দাওরা হাদীসের এই মাদ্রাসাটি ১২ রুম বিশিষ্ট হলেও এখন প্রায় বেশীর ভাগ রুমের আসবাব পত্র পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।
মাদ্রাসাটিতে গেলে দেখা যায়,মাদ্রাসার লাইব্রেরীতে থাকা বেশীর ভাগ কিতাবও নষ্ট হয়ে গেছে পানিতে ডুবে।নষ্ট হয়ে গেছে অনেক শিক্ষার্থীর কিতাব।যার মুল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা।
এ বিষয়ে উক্ত মাদ্রাসার প্রতিষ্টাতা মুহতামিম মুফতী যাইনুল আবেদীন জানান, মাদ্রাসাটি আল হাইআতুল উলিয়া লিল জামীয়াতীল কওমিয়া এর কলমাকান্দা উপজেলার পরীক্ষা কেন্দ্র।
মাদ্রাসাটি বর্তমানে চলমান বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সবকিছু মিলিয়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও মাদ্রাসার কিতাব সহ বেশ কিছু সামানা নষ্ট হয়ে গেছে।
সব শেষে তিনি দেশবাসী ও সরকারের প্রতি আহ্বান জানান, যেন সবাই উক্ত মাদ্রাসাটির দিকে সুনজর দেন এবং মাদ্রাসাটি পুনসংস্কার করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com