
নীলফামারীর জলঢাকায় গর্তের পানিতে পড়ে গিতিকা রানী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে (২৮ জুন) জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের পাটোয়ারীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গিতিকা সেখানকার দুলাল রায়ের মেয়ে।
নিহতের চাচা অবিনাশ রায় বলেন, বাড়ির পাশে ছোট একটি গর্ত ছিলো। সেটিতে পানি জমে ছিলো। খেলার মাঝে সে গর্তে পড়ে যায়। খোঁজাখুজির পর তাকে গর্ত থেকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেসবাহুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়। পানিতে ডুবে গিয়েছিলো সে।
বিষয়টি নিশ্চিত করেছেন কৈমারী ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ড সদস্য জোনাব আলী জনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
