
কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর পানি বৃদ্ধির ফলে পানিবন্দি হয়ে যাওয়া ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এসব ত্রান বিতরণ করা হয়।
জানা যায়, এ উপজেলা দিয়ে বহমান গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে এ ইউনিয়নের নদীর বেড়িবাদের ভেতরে থাকা জাহাপুর, সাতমোড়া, শুশুন্ডা, দড়িকান্দি, নয়াকান্দি, দোলারামপুর, দক্ষিন দিলালপুর গ্রামের পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পরে। এসব পানিবন্দি পরিবারের মাঝে তাদের গ্রামে গিয়ে এসব ত্রান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, ইউপি সচিব সহিদুল ইসলাম, ট্যাগ অফিসার সেলিমগীর হোসেন, ইউপি সদস্য জহিরুল হক, ইয়াছিন আরাফাত বাবু, মোক্তার হোসেন, বাহাউদ্দিন, আবু কাউসার, আলমগীর হোসেন প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
