
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় বন্যাদুর্গত ঘরবাড়ি বিধ্বস্ত বানভাসি প্রায় ১ হাজার লোকের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
বেলাবো প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ এ আয়োজনের উদ্যোগ গ্রহণ করলে ময়মনসিংহ ও নেত্রকোণা বিএমএসএফ সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় বেলাবো প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ ও স্হানীয় চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
রান্না করা খাবার বিতরণকালে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও বেলাবো প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন নিলু, ময়মনসিংহ জেলা বিএম এস এফ এর সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, সদস্য কামরুজ্জামান কামরুল, নেত্রকোণা জেলা বিএমএসএফ সদস্য মহিউদ্দিন তালুকদার, এশিয়ান টিভি প্রতিনিধি আল-আমিন, আব্দুস সামাদ, বেলাবো প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সহ-সভাপতি স্বপন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হাসান রজনী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রমজান আলী জুয়েল, সদস্য মোঃ হানিফসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও লেংগুড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ বানভাসিদের মাঝে খাবার বিতরণের পূর্বে সাত শহীদ মুক্তিযোদ্ধার সমাধি জিয়ারত করেন বিএমএসএফ ও বেলাবো প্রেসক্লাব নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক বানভাসিদের বিধ্বস্ত ঘরবাড়ি পুনঃনির্মাণের জন্য সরকারসহ দানশীল বিত্তবানদের এগিয়ে আসার জন্য মানবিক সহায়তার আহ্বান জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
