
সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারী আশরাফুল ইসলাম জিতুর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে এ অঞ্চলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভার উপজেলা পরিষদ গেটে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এছাড়া একই দাবিতে আশুলিয়ার জামগড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাভারের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এক স্বারকলিপি দেওয়া হয়। অন্তত ২১টি শিক্ষক সংগঠনের সহস্রাধিক শিক্ষক এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে হাজী ইউনুস আলী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, আমাদের একটি অন্যতম দাবি হচ্ছে দ্রুত ঘটনার মূল রহস্য উদঘাটন করে অভিযুক্ত শিক্ষার্থী জিতুর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, যাতে আর কখনো কোনো শিক্ষকের ওপর এমন হামলা করার সাহস কেউ দেখাতে না পারে। আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার দাবি রয়েছে আমাদের।
গত শনিবার (২৫ জুন) দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় পেছন থেকে শিক্ষক উৎপলকে কাঠের স্টাম্প দিয়ে হামলা করে জিতু নামের এক ছাত্র। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একদিন পর রোববার (২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
