ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

পঞ্চগড়ের সদর ইউনিয়ন ভিজিডির উপকারভোগীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
জুন ৩০, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে টাকা হাতিয়ে নিলেন দুই ইউপি সদস্য।

ভিজিডির উপকারভোগীদের তালিকায় নাম লেখাতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে ২৬ জুন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা বলছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে তাদের পছন্দমতো নারীদের নাম তালিকায় রাখছেন। যারা তাদের চাহিদা মতো টাকা দিতে পারছে, শুধু তাদের সুপারিশ করছেন সংশ্লিষ্ট অফিসে। টাকা না দিলে বিভিন্ন অজুহাতে ভিজিডি তালিকা হতে নাম কেটে দেওয়া হবে বলে হুমকি ও ভীতি প্রদর্শন করছেন।

ভুষিভিটা গ্রামের ভিজিডির উপকারভোগী বাবলি বেগম, রাহেলা খাতুন, আন্জু বেগম, জরিনা বেগম ও কুলসুম বেগমেরpanc কাছ থেকে চার হাজার করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ১, ২ ও ৪ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রওশনারা আক্তারের বিরুদ্ধে এবং মৌলভীপাড়া গ্রামের হাচিনা বানুর কাছে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দু্ল জব্বারের বিরুদ্ধে।
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য রওশনারা আক্তার ও আব্দু্ল জব্বার টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

ইউপি চেয়ারম্যান আল ইমরান বলেন, ইউপি সদস্য রওশনারা আক্তার ও আব্দু্ল জব্বার যদি কারো কাছে টাকা নিয়ে থাকে তাহলে তাদেরকে টাকা ফেরত দিতে বলবো।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com