ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

কোম্পানীগঞ্জে বেপরোয়া বাস ঢুকে পড়ে দোকানে, ৮ জন আহত

কোম্পানিগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
জুন ৩০, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪টি দোকানে ঢুকে পড়ে। এতে প্রায় ৮জন আহত হয়। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে।

বৃহস্পতিবার বিকেলে ৫টায় বসুরহাট-কবিরহাট সড়কের উপজেলার সিরাজপুর ইউনিয়নের লোহারপোল নামকস্থানে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূঁইয়া ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, বিকেলে কবিরহাট থেকে বসুরহাট গামী দ্রæতবেগে আল আকিব নামের বসুরহাট সুপার সার্ভিসের বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০৩৭৪) আসছিল। লোহারপোল বাজারে অতিক্রম করার পূর্বেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কলগ্ন একটি মার্কেটের ৪টি দোকানের ভিতর সরাসরি ঢুকে যায়।
এতে মালেক ষ্টোর, ওয়াহিদ ষ্টোর, লিটন ষ্টোর, সোহাগ ষ্টোর ও জননী বেডিং ব্যাপক ক্ষতিগ্রস্থ ও দুমড়ে-মুচড়ে যায়। এসময় দোকানগুলোতে থাকা ব্যবসায়ী আবদুস ছোবান (৬৮), লিটন (৩৩), মিলন (২১), বেলাল (৪০), সিরাজ (৪২) ও পথচারীসহ কমপক্ষে ৮জন আহত হয়েছে। গুরুতর আহত ব্যবসায়ী লিটনকে নোয়াখালী সদর হাসপাতালে এবং অন্যান্যদেরকে কোম্পানীগঞ্জ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত বাসটি পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। বাসের চালক, হেলপার দূর্ঘটনার পর পরই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com