ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

খাগড়াছড়িতে ব্যাঙ বিক্রির দায়ে ৩ যুবককে জেল

খাগড়াছড়ি প্রতিনিধি
জুন ৩০, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ্যে বাজারে সোনা ব্যাঙ বিক্রয়ের দায়ে খাগড়াছড়িতে ৩ যুবককে ৬ মাসের করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৩০ জুন বৃহস্পতিবার বিকেলে শহরের নিচের বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বন্যপ্রাণী বিক্রয়ের অপরাধে সংশ্লিষ্ট আইনে জড়িত আইয়ুব আলী (২৮) মো: হৃদয় (২১) ও রুবেল দাশ (২০)কে প্রতিজনকে ৬ মাসের করে জেল দেয় ভ্রাম্যমান আদালত। তাদের সকলের বাড়ি খাগড়াছড়ি জেলা সদরে।

এ সময় খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: মোজাম্মেল হোসেন অভিযানে অংশ নেন। তিনি জানান, দুটি ক্যারেটে ১২০টি সোনা ব্যাঙ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ব্যাঙ খাগড়াছড়ি বনশ্রীর প্রাকৃতিক পরিবেশে সন্ধ্যায় অবমুক্ত করেন খাগড়াছড়ি সদর রেঞ্জ অফিসার বাবুরাম চাকমা।

খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা বাবু রাম চাকমা বলেন, বন ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ। জীব বৈচিত্র সংরক্ষণে আমাদের সকলকে সচেতন হতে হবে। সোনা ব্যাঙ বিক্রির দায়ে অভিযান পরিচালনা কালে জড়িত ৩ যুবকের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনানুগ গ্রহণ করে ৬ মাসের করে জেল দিয়েছেন জানিয়ে তিনি বলেন, প্রকৃতির পরম বন্ধু এসব সোনা ব্যাঙ অবমুক্ত করা হলো। যা আমাদের ফসল উৎপাদন থেকে শুরু করে বন ও পরিবেশের জন্য সহায়ক এবং গুরুত্বপূর্ণ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com