ঢাকাশনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে কালীগঞ্জ হাট ব্যবস্থাপনার কমিটি গঠন

পঞ্চগড় প্রতিনিধি
জুলাই ১, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের হাট ব্যবস্থাপনা কমিটির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুন রাতে কালীগঞ্জ বাজারের হাট ব্যবস্থাপনার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নেপাল চন্দ্র রায়কে সভাপতি ও কামাল হোসেন সরকারকে সাধারণ সম্পাদক করে পরিচালনা কমিটি গঠন করা হয়।

আলোচনা সভায় দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সকল ব্যবসায়ীদের মতামত নিয়ে হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ধোষনা করেন।
নেপাল চন্দ্র রায় দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কামাল হোসেন সরকার দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি পদে আছেন। ব্যবসার পাশাপাশি তারা কালীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সার্বিক ভাবে সহযোগিতা, বাজারের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন, ব্যবসায়ীদের দোকানপাটে চুরি রোধ, জলাবদ্ধতা দুর করাসহ বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য তাদের এই গুরু দায়িত্ব দেয়া হয়। ২১ সদস্য বিশিষ্ট ২ বচরের জন্য এ কমিটি গঠন করা হয়।

ব্যবসায়ীদের নিয়ে অফিস কক্ষে আলোচনা সভায় কালীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com