নেত্রকোনার কলমাকান্দায় নিজাম উদ্দিন নামের (২২) এক দোকান কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলমাকান্দা থানা পুলিশ। নিহত নিজাম উদ্দিন কলমাকান্দা সদর ইউনিয়নের পাচুরা গ্রামের মোঃ রেনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোগলা ইউনিয়নের গুতুরা বাজারের অঞ্জন সেন এর কাপড়ের দোকানের কর্মচারী ছিল নিজামুদ্দিন। পেশায় ছিলো একজন দর্জী।
প্রায়১২ বছর ধরেই ওই দোকানে কাজ করতো এবং প্রতিদিন দোকানের ভিতরেই ঘুমাতো সে ।
আজ শুক্রবার দুপুরের দিকে দোকানের মালিক অঞ্জন ভেতর থেকে দোকান লাগানো দেখতে পান। ডাকাডাকিতে সাড়া না মেলাতে আশেপাশের লোকজনকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তিনি দেখেন নিজাম উদ্দিনের লাশ ঝুলছে। এর পরই থানায় খবর দেন তিনি।
কলমাকান্দা থানার ওসি মোঃ আবদুল আহাদ জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com