কক্সবাজার থেকে পালিয়ে আসা আব্দুর রহিম (২৭) নামে এক রোহিঙ্গাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট থেকে আটক করে পুলিশ। সে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ৪নং ডিপো ক্যাম্প-২, ৪নং টাওয়ার, ব্লক ক্যাম্প-২’এ পরিবারের সাথে বসবাস করত।
শনিবার বেলন সাড়ে ১২টায় পৌরসভার ৫নং ওয়ার্ডে সিএনজি স্ট্যান্ডে সন্দেহজনক ভাবে ঘুরাফেরার সময় তাকে আটক করা হয়। সে ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ সফিকুল ইসলাম রাজা আটকের বিষয় নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডে সিএনজি স্ট্যান্ডে ঘুরাফেরা করার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে কোম্পানীগঞ্জ থানায় এনে পুলিশ হেফাজতে রাখা হয়েছে রোহিঙ্গা নাগরিককে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com