ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
জুলাই ২, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

শ্রীপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় এক বন্ধুর মৃত্যু হয়েছে। অপর বন্ধু গুরুতর আহত হয়ে হাসপাতালে।

আজ শনিবার দুপুরে শ্রীপুর টু বলদীঘাট আঞ্চলিক সড়কের টেংরা গ্রামের বাদশা নগর এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার বৃন্দাবন নামক একটি স্থানে ঘুরতে যাচ্ছিল তারা।

নিহত কিশোরের নাম নাবিদুল (১৬)। সে উপজেলার কাওরাইদ ইউনিয়ন শিমুলতলা গ্রামের মো. ছমির উদ্দিনের ছেলে।

গুরুতর আহত অপর আরোহী রিফাত ওরফে বুলেট (১৬) একই গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। দুজন স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে মুরগীবাহী পিকআপে চালকের সহকারী হিসেবে কাজ করত।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক দুর্ঘটনা ঘটার ১০ মিনিট আগে শিমুলতলা বাজার থেকে পেট্রল নিয়ে তারা দুজন এসেছে। এর কিছুক্ষণ পর সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে ছুটে আসি। এই সড়কে তেমন গাড়ি চলে না। সড়ক দুর্ঘটনায় পরপরই একটি পিকআপ চলে গেছে।

ধারণা করা হচ্ছে এই পিকআপ মোটরসাইকেলকে চাপা দিয়েছে। আর তাতেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম গণমাধ্যম কে বলেন, গুরুতর আহত রিফাতের চিকিৎসা চলছে। তার আঘাতের পরিমাণ খুবই মারাত্মক। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যম কে বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। গুরুতর আহত কিশোরের চিকিৎসা চলছে।ওসি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে ঘাতক চালক ও দুর্ঘটনায় কবলিত পিকআপটি উদ্ধার করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com