সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরেও শিক্ষক হত্যার প্রতিবাদ ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, কলেজ শিক্ষক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
রবিবার (০৩ জুলাই) সকালে নাগরপুর উপজেলা পরিষদের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করা হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠিন বিচারের জোর দাবি জানাই।
মানববন্ধনে উপজেলার শিক্ষক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধ্যক্ষ,প্রধান শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীগণসহ নাগরপুরের সর্বস্তরের নাগরিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত ২৫ শে জুন শিক্ষক উৎপল কুমার সরকার কে বেদম পিটিয়ে মারাত্মকভাবে আহত করে জিতু নামে দশম শ্রেনীর এক ছাত্র। ২৭ শে জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com