ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

কোম্পানীগঞ্জে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

কোম্পানিগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
জুলাই ৩, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

সাভারে কলেজ শিক্ষক উৎপল সরকার হত্যা এবং নড়াইলের কলেজ অধ্যক্ষ স্বপন বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন করেন, শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
রোববার সকাল ১০টায় উপজেলার বঙ্গবন্ধু চত্বরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা সহকর্মী হত্যার বিচারের জন্য রাস্তায় দাঁড়াতে হচ্ছে। শিক্ষক কেন ছাত্রের হাতে প্রাণ হারাল? তাদের প্রশ্রয় দিচ্ছে কে?

মানবন্ধনকালে বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক যখন কোনো ছাত্রের হামলার শিকার হওয়ার আতঙ্কে থাকে তখন পাঠদান ব্যাহত হয়। তাই সরকারকে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। কলেজ শিক্ষক উৎপল খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে শিক্ষক নেতারা বলেন, জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা অরবিন্দ ভৌমিক,বাংলাদেশ শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নাছির, সহ-সভাপতি ফরিদা ইয়াছমিন মুক্তা,সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি, সাংবাদিক সমিতি সভাপতি এহসানুল আলম খসরু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা করিমুল হক সাথী, নারী নেত্রী নাজমা বেগম শিপা,প্রাথমিক শিক্ষক সমিতি সাধারন সম্পাদক ওমর ফারুক প্রমূখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com