
শিক্ষক হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে আজ নেত্রকোনার কলমাকান্দায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার কলমাকান্দা উপজেলা মোড়ে শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, সাবেক এমপি ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কলমাকান্দার সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সিনিয়র শিক্ষক প্রবীর কুমার সরকার প্রদীপ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নবীন চন্দ্র সরকার, প্রভাষক সমীর চৌধুরী, শিক্ষক প্রবীর সরকার, আনোয়ার হোসেন চিনু, অঞ্জন সরকার বাবন, রাসেল মিয়া, রাজীব হোসেন, পল্টন আচার্য্য, নিশিকান্ত জাম্বিল সহ আরো অনেকেই।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
