
সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৩ জুলাই) বিকেলে মধুমতি মডেল টাউন এলাকায় নান্দনিক হাউজিং সোসাইটিতে কোরবানির পশুর হাটের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী লিয়াকত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা হাটটি ঘুরে পরিদর্শন করেন। এ সময় হাটের ইজারাদার নাছির উদ্দিনসহ আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
