ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রী, সড়কে প্রাণ গেলো টেক্সটাইল প্রকৌশলী স্বামীর

জাগো বুলেটিন
জুলাই ৪, ২০২২ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্ত্রীর সিজার হওয়ার কথা সকাল ৯টার দিকে। অথচ আলট্রাসনো রিপোর্ট রয়েছে পাঁচ কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে। সেই রিপোর্ট আনতে যাচ্ছিলেন জাহিদ হাসান জুয়েল (৩২) নামের একজন টেক্সাটাইল প্রকৌশলী।

তবে শহর থেকে আর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেননি তিনি। চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া এলাকায় একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে পুঁতে রাখা কংক্রিটের খুঁটিতে আঘাত লেগে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়। রোববার (৩ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাহিদ হাসান জুয়েল যশোরের চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের মাজালি গ্রামের আব্দুল মালেকের একমাত্র ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর ২০১০-১১ শিক্ষার্বষের অর্থাৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি নিটার থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে ফ্রিল্যান্সিং পেশায় নিয়োজিত ছিলেন।

স্বজনরা জানান, জাহিদুলের একটি তিন বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় চৌগাছা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি রয়েছেন। রোববার সকাল ৯টার দিকে তার সিজারিয়ান অপারেশন হওয়ার কথা ছিল। তবে রোগীর সঙ্গে আলট্রাসনো রিপোর্ট না থাকায় স্বামী জাহিদ হাসান সকালে চৌগাছা শহরের ওই ক্লিনিক থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন রিপোর্ট আনতে।

গন্তব্যের মাঝামাঝি চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে (বাঁকে) পুঁতে রাখা নিরাপত্তা খুঁটিতে আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। তবে অ্যাম্বুলেন্সে ওঠানোর আগেই তার মৃত্যু হয়।

এদিকে জাহিদ মারা যাওয়ায় তার সন্তানসম্ভবা স্ত্রীর সিজারিয়ান অপারেশন করেননি বলে জানিয়েছেন স্বজনরা। চিকিৎসকের পরামর্শে সোমবার (৪ জুলাই) করা হবে।

উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুম বিল্লাহ বলেন, আঘাতের ফলে তার বাম হাত ও পা ভেঙে যায়। এছাড়া বুকে গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com