
ফরিদপুরের সদরপুরে বিদ্যুৎখাতে পেশাগত দক্ষতা ও বিশেষ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ পেয়েছেন উপজেলার পল্লি বিদ্যুৎ কর্মকর্তা এজিএম (ওএন্ডএম) শেখর চন্দ্র সাহা।
রোববার (২৬ জুন) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পবিস মানব সম্পদ পরিদপ্তর, সদর দপ্তর ভবন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ এ শুদ্ধাচার পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট, ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ রয়েছে।
এ প্রসঙ্গে এজিএম (ওএন্ডএম) শেখর চন্দ্র সাহা জানান, শুদ্ধাচার পুরস্কার পাওয়া একটা বিশেষ অর্জন। এ পুরস্কারের জন্য আমি খুশি। এ পুরস্কার আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা বড় পাওয়া। কর্মক্ষেত্রে আরও গতিশীল ও মর্যাদা বৃদ্ধির জন্য পুরস্কার অনুপ্রেরণা যোগাবে জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞা প্রকাশ করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
