নেত্রকোনার কলমাকান্দায় কলমাকান্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল আযাহার প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা,বর্জ্য অপসারণ, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও বন্যা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের নতুন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল খালেক তালুকদার। এময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান) মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এফএম ওয়াজেদ তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কনিকা সরকার, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, জয়নাল আবেদীন, মোঃ আব্দুল আলী, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক, মোঃ সাইদুর রহমান ভূঁইয়া মোঃওবায়দুল হক, মোঃআনিসুর রহমান পাঠান , প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক, ফখরুল আলম খসরু, ইসমাইল হোসেন সিরাজী সাংবাদিক কামাল পাশা প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com