ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

লক্ষীছড়ি কলেজে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে

খাগড়াছড়ি প্রতিনিধি
জুলাই ৪, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়ছড়ির লক্ষীছড়ি কলেজে চলতি এইচএসসি পরীক্ষার্থীদের নিকট পরিক্ষার ফরম পুরনে অতিরিক্ত টাকা অদায়ের অভিযোগ উঠেছে।

১ম,২য়, বর্ষে বেতন ৩০০ টাকা হারের প্রতি ছাত্র/ ছাত্রীদের নিকট থেকে আদায় করার হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জানা গেছে, চলমান এইচএসসি পরীক্ষার্থী ১৬০ জন ছাত্র/ছাত্রীদের নিকট থেকে জন প্রতি ২০৭০/- (দুইহাজার সত্তর) টাকা করে নেওয়া হয়েছে। বোর্ড নির্ধারিত ১৭৭০/- (একহাজার সাতশত সত্তর) থাকলেও লক্ষীছড়ি কলেজ অধ্যক্ষ মোঃ আলী মুর্তুজা চৌধুরীর আদেশে জন প্রতি ৩০০/- টাকা হারে বেশি নেওয়া হচ্ছে। ছাত্র/ছাত্রীকে কোন প্রকার রশিদও দেওয়া হচ্ছে না।
বোর্ড কর্তৃক ০৬/০৭/২০২২ ইং ধ্যার্য তারিখে মধ্যে ফরম পুরনের কথা থাকলেও অফিসে গিয়ে অনেক অভিবাবক অফিস বন্ধদেখে পিরে আসেন।

অতিরিক্ত জনপ্রতি ৩০০/-(তিনশত) টাকা বেশি কেন নিচ্ছে জানতে চাইলে লক্ষীছড়ি কলেজ অধ্যক্ষ মোঃ আলী মুর্তুজা চৌধুরী, সাংবাদিককে বলেন চা- খরছ, বোর্ড খরছ, যাতায়ত ভাড়া কে দিবে। তাই ৩০০/-তিনশত টাকা হারে বেশি নিয়েছি।

সচেতন মহলের মনে প্রশ্ন তিনশত টাকা যদি বোর্ড খরছ হয়। তাহলে ১৭৭০/- টাকা পরিক্ষার ফরম ফুরন ভাবত কেন নেওয়া হচ্ছে।
অনেক গরীব ছাত্র/ছাত্রী বেতন পরিশোধ করতে না পারায় ফরম পুরন করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিবাবকের।

লক্ষীছড়ি কলেজ গত-২৯/৭/২০১৯ ইং সরকারী করুন করা হলেও মানা হচ্ছে না কোন নিয়মনীতি, স্থানীয় অভিবাবক অনেকেই জানান কলেজ হলো সরকারী অতিরিক্ত ফি, বেতন, আদায় বেসরকারী।

অভিবাবক মহলের দাবী কলেজের ব্যাপক অনিয়মের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com