ঢাকারবিবার , ২৩ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

আশুলিয়ায় পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা

সাভার প্রতিনিধি
জুলাই ৪, ২০২২ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় রড দিয়ে পিটিয়ে জখমের দু’দিন পর পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) সকালে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪)। সে বগুড়ার সারিয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে নতুন ইপিজেডে ‘প্যাকজার বাংলাদেশ লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় কাজ করে আসছিলেন।

এর আগে শুক্রবার (১ জুলাই) রাতে নিহত উজ্জ্বলকে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে রড দিয়ে পেটিয়ে গুরুতর জখম করে জুয়েল ও তার সহযোগীরা। ভাদাইল মধ্যপাড়া এলাকার ওই ঘটনায় একই দিন আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে নিহতের পরিবার।

নিহতের মামাতো ভাই সজিব হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার রাতে ফোন করে ডেকে নিয়ে জুয়েলসহ আরো পাঁচ-সাতজন মিলে উজ্জ্বলকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে রক্তাক্ত জখম অবস্থায় উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে নারী ও শিশু হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যালে নিয়ে যাই। দুই দিন চিকিৎসাধানী থাকার পর আজ সকালে উজ্জ্বলের মৃত্যু হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রাজু মণ্ডল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com