প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু শুভ উদ্বোধনের পর এই প্রথম পদ্মা সেতুর উপর দিয়ে স্বপরিবার নিয়ে নিজ জন্মভূমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাবার সময় তাকে শুভেচ্ছা জানান ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।
সোমবার সকালে নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে নেতাকর্মীরা দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, চরযোশরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির,কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান, জেলা পরিষদের সদস্য আনজুমান আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত নেতারা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন পর তার জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পিতা জাতির জনক বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমান এর কবর জিয়ারত করতে যান। জয়বাংলা মোড়ে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী তাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com