
ফরিদপুর শহরতলীর বায়তুল আমান এলাকায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী সবুজ মোল্লা (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৪জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।
নিহত সবুজ বায়তুল আমানএলাকার শহীদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মোল্লা বায়তুল আমান এলাকায় ফ্লেক্সিলোডের ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে ফারুক ও প্রত্যয়কে নিয়ে একই এলাকার সম্রাটের বাসা থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। শহরতলীর বায়তুলআমান আদর্শ একাডেমির সামনে এলে ছয় থেকে সাতজনের অস্ত্রধারী দুর্বৃত্তরা সবুজকে মোটরসাইকেল থেকে নামিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
এ সময় সবুজের বামহাত কনুইয়ের নিচ থেকে আলাদা হয়ে যায়।গভীর রাতেই স্থানীয়রা সবুজকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েযান।সেখানে রাতসোয়া১২ টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশসুপার (সদরসার্কেল) সুমন রঞ্জন সরকার জানান,সবুজ নামের এক যুবক খুনের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।কারা কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা বের করার চেষ্টা চলছে। অপরাধী যে ই হোক তদন্তমুলক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
