ঢাকাবুধবার , ১৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ঈশ্বরগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই ৫, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হয়রানী মূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সদস্য বৃন্দ।

মঙ্গলবার (৫ জুলাই) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ ফটকের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দীর্ঘ সময় ধরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় রাস্তায় যানজটের দেখা দেয়।

শান্তি কমিটির সন্তান কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এবং যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের নামে হয়রানীমূলক মামলা প্রত্যাহার ও স্বাধীনতা বিরোধীদের বিচারকাজ দ্রুত বাস্তবায়ন এর দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান আকন্দ হলুদ (সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড ও যুদ্ধকালীন কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা মোঃ আ: হাই (সাবেক সহকারী কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড) ও মোঃ নূরুল হক (সাবেক সহকারী কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড) কে আসামী করে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম বুলবুল ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেন।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভুঁইয়া সুমন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান ওয়াসিম প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com