
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর নগরকান্দা বাজারে মায়ের দোয়া গোস্ত বিতানে গাভিন গরুর মাংস বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
৫ জুলাই মঙ্গলবার হাটের দিন বাজারের মায়ের দোয়া গোস্ত বিতানে গাভিন গরুর মাংস বিক্রি করেন কসাই মান্দার ব্যপারী।
সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কাইচাইল ইউনিয়নের কালিবাড়ি নামক স্হানে রাস্তার পাশে একটি ঝোপঝাড় নির্জন জায়গায় রাতের আধারে গাভিন গরুরটি জবাই করে। গাভীর পেটের বাচ্চাটি মাটির নিচে পুতে রাখে জবাই কৃত কসাই।
গরু জবাই করে তার মাংস বিক্রি করার জন্য কসাই মান্দার ব্যপারী তার নগরকান্দা বাজারের মায়ের দোয়া গোস্ত বিতানে এনে ক্রেতাদের কাছে বিক্রি করেন।এরই মধ্যে মাটিতে পুতে রাখা বাছুর কুকুরে টেনে বাহির করলে তা স্হানীয় লোকজন দেখতে ভিড় করে।খবর পেয়ে স্হানীয় সংবাদ কর্মী ও ইউনিয়ন বিট পুলিশের এস আই কিবরিয়া গিয়ে স্হানটি পরিদর্শন করেন।
স্হানীয় লোকজন জানান কসাই মান্দার মরা গরু,রুগা গরু,দুর্বল গরু ও গাভিন গরু জবাই করে তার মাংস বাজারে বিক্রি করেন।এর আগে অনেকবারই ধরা পড়ছে। পশু জবাই করতে যে সকল আইনগত ভাবে নিয়মের বিধান থাকলেও তার বালাই মানছেনা কেউ।নুংরা পরিবেশে রাতের আধারে গরু জবাই করে কসাইরা গরুর মাংস বিক্রি করছেন বিভিন্ন হাট বাজারে।
গরুর মাংসের দাম স্হানীয় বাজারে তালিকা না করেই মাংস বিক্রি করেন ব্যবসায়ীরা।রোগা- দুর্বল গরু বা চুরাইকৃত কেনা গরু জবাই করে কিছু কম দামে বিক্রি করে অল্প সময়ের মধ্যে গরুর মাংস গুলো বিক্রি করে দোকান বন্ধ করে সরে পড়ে।
বাজার বনিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু বলেন আমাদের কাছে মান্দার কসাইর ব্যাপারে এমন অভিযোগ রয়েছে, আমরা বাজার সমিতির লোকজন নিয়ে কসাই মান্দার এর বিরুদ্ধে ব্যাবস্হা নিব।এবিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার এন এম আবদুল্লাহ আল মামুন বলেন বিষয়টি আমি জেনেছি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।কসাই মান্দার বলেন আমার জানা ছিলনা যে গাভীর পেটে বাছুর আছে। অসুস্থ বা মরা গরু জবাই করে তার মাংস বিক্রি করার কথা বল্লেই সে ব্যস্ততা দেখিয়ে চলে যায়। মরা গরু,রুগা গরু,গাভীন গরু জবাই করে বাজারে মাংস বিক্রি করায় ক্রেতারা কসাই মান্দার এর বিচার দাবি সহ তার দোকান বন্ধের দাবি জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
