
হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসায় ১৬ জন ছাত্রীর পবিত্র কোরআনের ছবক উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উজেলার হাটিকুমরুলের চরিয়া শিকার উত্তরপাড়ায় হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসার হল রুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ মুজাফ্ফর হোসেন এর সঞ্চালনায় এবং কমিটির সভাপতি আলহাজ নুরুল আলম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাধানগর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী।
সভায় মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগীশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, চরিয়া শিকার উত্তরপাড়া জামে মসজিদ কমিটিরি সভাপতি আব্দুল্লাহ আল কাফী, সমাজসেবক আহসান হাবিব (পারভেজ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০১৬ সালে প্রতিষ্ঠিত হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসাটি অল্প সময়ের মধ্যে এলাকার সকল শ্রেনী পেশার মানুষের আস্থা অর্জন করেছে। বর্তমানে মাদ্রাসায় মোট ১৪৫ জন ছাত্রী রয়েছে যার মধ্যে ১৬ জন ছাত্রীকে পবিত্র কোরআনের ছবক দেয়া হয়। এ সময় ছাত্রী অভিবাবক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
