
খাগড়াছড়ির গুইমারা উপজেলা ২নং হাফছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড দূর্গম পাহাড়ি এলাকার হাফছড়ি নতুন পাড়া নামক স্থানে নিজ বাড়িতে ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে।
মৃত ব্যাক্তির নাম পাইছাইউ মারমা (৫০)। জানা যায় পারিবারিক কলহের কারণে ছেলে মংহলাপ্রু মারমা (১৯) তার পিতাকে হত্যা করে।
এ ব্যাপারে পার্শ্ববর্তী সাজাই মারমাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মৃত পাইছাইউ মারমা একজন কৃষক, তিনি আজ সকালে ৫.৩০ মিনিটে তার ছেলেকে ক্ষেতে বরবটি সংগ্রহ করে বিক্রির জন্য ঘুম থেকে ডেকে নেওয়ার একপর্যায়ে বাবা- ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। ছেলে পিতাকে রড দিয়ে আঘাত করলে পাইছাইউ মারমা ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
গুইমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল যেহেতু থানা থেকে অনেক দূর ঘটনা সরজমিন গুইমারা থানার পুলিশ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি আসামীও আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। লাশ খাগড়াছড়ি মর্গে প্রেরণ করা হইছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
