পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৩ নং আকচা ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।
ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের পরিচালনায় এ ইউনিয়নে ২২৫০ জনের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে ১০ কেজি করে চাল বিতরনের উদ্বোধন করা হয়।
চাল বিতরণকালে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মুনিরুল ইসলাম , ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন , ইউপি সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমার ইউনিয়নে ২২৫০ জন হতদরিদ্রের জন্য ১০ কেজি করে ২২টন ৫০ কেজি চাল বরাদ্ধ দেয়া হয়েছে।
আজ এ চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com