
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কামার শিল্পীরা যেন দম ফেরার সময় নেই বললে চলে। রাতদিন ব্যস্ত সময় পার করছে তারা।
আগামী ১০ জুলাই (রোববার) মুসলমান ধর্মালম্বীদের পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। বছর ঘুরে বছর আসে। কোরবানি ঈদকে সামনে রেখে চারদিকে আনন্দ-উল্লাস, উৎসব ও কোরবানি গরু কেনার ধুম পড়েছে।
কোরবানির ঈদের দিন আল্লাহ নৈকট্য লাভের আশায় ত্যাগ করা পশুকে জবাই করতে প্রয়োজন যন্ত্রের। তাই মানুষ ছুটছেন কামারশালায়।
সারাবছর ব্যস্ততা না থাকলেও কোরবানির ঈদে ছুরি, দা, দামাসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারের কামারের দোকান গুলোতে। তাই দিন-রাত তৈরি করছেন নানা যন্ত্রপাতি।
উপজেলার বাংলাবাজার ,চৌধুরীহাট,বামনী বাজার ,বসুরহাট,হাজারী হাট বাজারের কামার দোকানে গেলেই চোখে পড়ে কামার শিল্পীদের কর্মব্যস্ততা।
তারা গরম লোহা পিটিয়ে তৈরি করছেন দৈনন্দিন কাজে ব্যবহার্য যন্ত্রপাতিসহ পশু কোরবানিতে ব্যবহারের নানাধরণের ছুরি, চাপাতি, দা, বটিঁ, দামা।তবে কামার শিল্পীদের বেশিভাগই হিন্দু সম্প্রদায়ের।
তাদের অনেকেরই পৈতৃক সূত্রে পাওয়া এ পেশা। সারা বছর তেমন কাজ না থাকলে অপেক্ষায় থাকেন মুসলমানদের এ ধর্মীয় উৎসবের জন্য।
কামার শিল্পী হরিপদ জানান, বছরের বেশিভাগ সময় কাজ না থাকায় অলস দিন কাটাতে হয়। ফলে ওই সময় কোনো উপার্জননা থাকায় বহু কষ্টে ছেলেমেয়ে নিয়ে দিন যাপন করতে হয়। ঈদুল আজহা এলেই হাতে কাজ বেড়ে যায়। বছরে ছয় মাস কাজ করেযে উপার্জন হয়, ঈদুল আজহার সময় প্রায় দ্বিগুণ উপার্জন হয়। তাই ঈদুল আজহা উপলক্ষে সারা বছরের ঘাটতি পোষাতে নিরলস পরিশ্রম করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করছেন কামার শিল্পীরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
