চেঙ্গী নদীতে মোঃ আলমগীর হোসেন শামীম (১০) লাশ বেশে যাচ্চে দেখে উদ্ধারকারী আলমগীর (২১), পানিতে ঝাপ দিয়ে লাশ উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু উদ্ধারকারী নিজেও সাতার জানেন না। উজান থেকে বেশে আশা লাশ ও উদ্ধার কারী পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
আজ শনিবার (৯ জুলাই) দুপুর ২টায় দিকে খাগড়াছড়ি সদরের উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম গঞ্জপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পশ্চিম গঞ্জপাড়া এলাকার মোঃ জহির জানান, দুপুরে চার বন্ধু মিলে চেঙ্গী নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় পানির শ্রোতে ডুবে যায় আলমগীর হোসেন শামীম। তিন বন্ধু দোড়ে পারে চলে আসে আর বাড়িতে খবর দেয়।
উদ্ধারকারী মৃত্য মোঃ আলমগীরের স্বজন খোরশেদ আলম জানান, দুপুরের খাবার খাওয়ার সময় সেই চেঙ্গী নদীতে দেখতে পাই এক শিশু ভেসে যাচ্ছে। ওই সময় খাবার রেখে পানিতে ঝাপ দেয় শিশুটিকে উদ্ধার করতে। ওই সাঁতার জানে না। পানিতে ডুবে যায়। প্রায় দুই ঘন্টা খোঁজ করে মৃত পাওয়া যায়। দুই জনই মারা যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে নিয়ে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ বলেন, পানিতে ডুবে মারা যাওয়া এক বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে অপর ব্যাক্তিও পানিতে তলিয়ে গিয়ে মারা যায়।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত আছে বলে তিনি জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com