
টাংগাইলের নাগরপুরেও সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
রবিবার (১০ জুলাই) সকাল ৭.০০ টা থেকে ১০.০০ টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয় নাগরপুরের বিভিন্ন ঈদগাহ মাঠে ও মসজিদে। হাজার হাজার মুসল্লি একই সঙ্গে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন।
নাগরপুরের ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া ঈদগাহ মাঠে সকাল ৯.০০ টায় ঈদের জামাত মুফতি আব্দুল হাদী’র (দা.বা) ইমামতিতে অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন সময়ে নাগরপুরে বিভিন্ন মসজিদে ও মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন বিশিষ্ট আলেম সমাজ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ, মিডিয়া কর্মীসহ মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।
এরপর শুরু হয় পশু কোরবানির তোড়জোড়। ভোরেই কোরবানি করার জন্য পশুকে গোসল করিয়ে প্রস্তুত করে রাখা হয়। এসব পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি আদায়ে সচেষ্ট হয়েছেন। পরে আত্মীয় স্বজন, দরিদ্র ও অসহায়দের মাঝে কোরবানির মাংস বিলি করেন সামর্থ্যবানরা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
