ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

খাগড়াছড়ির জেলার দীঘিনালা জোন পরিদর্শনে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন

আলমগীর হোসেন
জুলাই ১০, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

সেনাবাহিনীর সদস্যদের সাথে ঈদ উদযাপন এবং দূর্গম এলাকার সেনা ক্যাম্প পরিদর্শন করতে ঈদুল আজহার দিন খাগড়াছড়ি সফর করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন।

রোববার (১০ জুলাই) দুপুর ১২ টার দিকে খাগড়াছড়ি রিজিওনের বাঘাইহাট জোনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জনারেল মো. সাইফুল আবেদিন এবং খাগড়াছড়ি রিজিওন কামান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম।
সেনাবাহিনী প্রধান সফরকালে খাগড়াছড়ি রিজিওনের দূর্গম পাং খোয়া পাড়া ক্যাম্প এবং দীঘিনালা জোন পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান উপস্থিত সকল সেনা সদস্যর সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশলাদি বিনিময় করেন।

এসময় সেনাপ্রধান বলেন, জীবনের ঝুঁকি নিয়ে দূর্গম পার্বত্য চট্টগ্রামে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা পরিবার পরিজন ছেড়ে পাহাড়ের দুর্গম এলাকায় দেশের নিরাপত্তায় কাজ করছে। দেশের যেকোন সংকটে সেনাবাহিনী তার অর্পিত দ্বায়িত্ব পালন করে।

পরে সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং দীঘিনালা জোনে সেনা সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।

পরিদর্শনকালে সামরিক সচিব মেজর জেনারেল খালেদ আল-মামুনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com