কোরবানির গোস্ত নিয়ে গ্রামের বাড়ি থেকে কুমিল্লা শহরের বাসায় যাবার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন
মোটরসাইকেল আরোহী চাচা- ভাতিজা। আরো একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বিকাল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাকসুদুর রহমান (৩৮) নবীপুর গ্রামের মৃত মো. সফিকুর রহমানের ছোট ছেলে এবং ইতালি প্রবাসী মো. রিপন এর ছোট ছেলে ফাহাদ (৮) নিহত হয়েছেন।
মাকসুদুর রহমানের চাচা অলিতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মো. শাহ আলম বাসসকে জানান, কুমিল্লার বরুড়ার উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের মো. মাকসুসুর রহমান আপন ভাতিজাকে নিয়ে নবীপুর গ্রাম থেকে কুমিল্লা শহরের বাসায় যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় চাচা ও ভাতিজা দুইজন আহত হন। হাসপাতালে নেয়ার পর তারা মারা যান।
স্থানীয়রা চাচা-ভাতিজাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবুল বাশার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাসসকে বলেন, লোকমুখে শুনেছি দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে আমরা রাস্তার পাশে পড়ে থাকা একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com