খাগড়াছড়ির দীঘিনালায় জীবন ত্রিপুরা(২৬) নামে এক ইউপিডিএফ কর্মীকে হাত পা বেঁধে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ির পাকজ্জাছড়ি নামক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জীবন ত্রিপুুরা রাঙ্গামাটির রাজস্থলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে একদল সন্ত্রাসী জীবন ত্রিপুুরাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সন্ত্রাসীদের দায়ী করেছেন।
তবে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহম্মদ জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com