ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন বুধবার সন্ধ্যা ৭ টায় ফরিদপুর ডায়বেটিক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ৯ টায় বাশাগাড়ী গ্রামস্থ নিজ বাসভবন চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের নামাজে জানাজায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিজ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা তালুকদার নাজমুল হাসান, রফিকুজজামান অনু, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, সোনালী ব্যাংক সদরপুর শাখার সাবেক ম্যানেজার দেলোয়ার হোসেন খান, রইসউদ্দীন চোকদার, ইদ্রিস আলী মাতুব্বর, এনায়েত হোসেন খান, মজিবর রহমান, রবিউল ইসলাম বাবু, জহিরুদ্দীন চোকদার সহ নানা শ্রেণি পেশার মানুষ শরীক হন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com