ফেনীর দাগনভূঞায় মোহাম্মদ রাহাত (১৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মোহাম্মদ রাহাত উপজেলার ওমরপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে ও স্থানীয় ওমরপুর চিশতিয়া হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয় জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ডিস লাইনের সংযোগ বন্ধ করে দেয়ায় পরিবারের উপর অভিমান করে শুক্রবার সকালে ছেলেটি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছে।
দাগনভূঞা থানার ওসি মোঃ হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com